× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী সপ্তাহেই কি বিয়ে? রহস্যময় ইঙ্গিত হানিয়া আমিরের

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫২ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫২ পিএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন দীর্ঘদিনের। তবে এবার আর কেবল ভক্তদের জল্পনায় সীমাবদ্ধ নেই বিষয়টি; খোদ অভিনেত্রীর কিছু রহস্যময় মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। ভক্তদের ধারণা, আগামী সপ্তাহেই জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) গায়ক আসিম আজহারের বাসভবনে আয়োজিত একটি ‘কাওয়ালি নাইট’-এর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার সূত্রপাত। অনুষ্ঠানের সাজসজ্জা এবং দুজনের পোশাকের রঙের সাদৃশ্য দেখে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন, এটি আসলে তাদের বিয়েরই প্রাক-অনুষ্ঠান বা ‘প্রি-ওয়েডিং’ আয়োজনের অংশ। যদিও দুই তারকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রহস্য আরও ঘনীভূত হয়েছে হানিয়া আমিরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের নিচে করা ভক্তদের মন্তব্যের পাল্টা জবাবে। এক ভক্ত প্রশ্ন করেন, ‘পরের অনুষ্ঠান কি ঢোলকি নাইট?’ যার উত্তরে হানিয়া সংক্ষেপে লেখেন, ‘ডান’ (সম্পন্ন)। অন্য একজন যখন জিজ্ঞেস করেন বিয়ের মূল আয়োজন আগামীকাল থেকেই শুরু কি না, জবাবে অভিনেত্রী লেখেন, ‘একদম’। এমনকি বিয়ের আগের বিশেষ ধর্মীয় ও ঐতিহ্যবাহী ‘মায়ুন’ অনুষ্ঠান কবে—এমন প্রশ্নের উত্তরে হানিয়া আজকেই সেই আয়োজন চলছে বলে ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ‘গ্যালাক্সি ললিউড’-এর উপস্থাপক মোমিন আলি মুনশি দাবি করেছিলেন, ২০২৬ সালে বিয়ের পরিকল্পনা করছেন হানিয়া ও আসিম। বর্তমানের এই ধারাবাহিক আয়োজনের চিত্র সেই দাবিকেই সত্যি বলে প্রমাণ করছে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে পাকিস্তানি এই দুই মেগাস্টার শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত ভক্তদের অপেক্ষা ও জল্পনা থামছে না।


সূত্র: ডেইলি টাইমস

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.