× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেফার-রাফসানের বিয়ে: সাবেক স্ত্রীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৬, ২৩:২১ পিএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ২৩:২২ পিএম

জেফার রহমান ও রাফসান এবং (ডানে) সানিয়া শামসুন। কোলাজ

দীর্ঘদিনের গুঞ্জন আর লুকোচুরি শেষে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। গত বুধবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এই বিয়ের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসানের সাবেক স্ত্রী ডা. সানিয়া শামসুন এশার একটি স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত বুধবার রাতে বিনোদন অঙ্গনের তারকারা জেফার ও রাফসানের বিয়ের আনন্দ উদ্‌যাপনে মেতে ওঠেন। নেচে-গেয়ে সহকর্মীর নতুন জীবনকে বরণ করে নেন তারা। অথচ দীর্ঘদিন ধরেই এই দুই তারকা নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ এবং ‘সহকর্মী’ হিসেবে দাবি করে আসছিলেন। দেশের বাইরে একসাথে ভ্রমণের ছবি ভাইরাল হলেও তারা প্রেমের বিষয়টি অস্বীকার করে আসছিলেন। রাফসানের তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের সময়ও জেফারকে নিয়ে গুঞ্জন উঠেছিল, যা তখন তারা নাকচ করে দেন।

একটি চাঞ্চল্যকর তথ্য হলো, যেদিন জেফার ও রাফসান বিয়ের পিঁড়িতে বসেন, সেদিনই ছিল রাফসানের সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশার জন্মদিন। বিচ্ছেদের সময় সানিয়া জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদ চাননি। দীর্ঘ দুই বছর নীরব থাকার পর রাফসান-জেফারের বিয়ের মাত্র দুই দিন মাথায় ফেসবুকে মুখ খুললেন তিনি।

শুক্রবার দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে সানিয়া লেখেন, "বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।" কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও তার বক্তব্যের লক্ষ্যবস্তু যে জেফার ও রাফসান, তা স্পষ্ট।

নিজের লড়াইয়ের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, "আমি অত্যন্ত কঠিন সময় পার করেছি, গভীর মানসিক আঘাত সয়েছি এবং সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে অক্লান্ত পরিশ্রম করেছি।" তিনি জানান, এখন তার সম্পূর্ণ মনোযোগ ক্যারিয়ার ও নিজের জীবনের ওপর। অতীতের কোনো পরিচয় আর তিনি বয়ে বেড়াতে চান না; তার পরিচয় এখন শুধুই ‘ডা. এশা’।

কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সানিয়া স্পষ্ট করে দেন যে, এমন কিছু তিনি গড়তে চান যা বিপর্যয়ের মুখেও তাকে ছেড়ে যাবে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.