× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের পিঁড়িতে বসছেন জেফার ও রাফসান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০০:১৫ এএম । আপডেটঃ ১৪ জানুয়ারি ২০২৬, ০০:১৬ এএম

বিয়ের পিঁড়িতে বসছেন আলোচিত জুটি জেফার রহমান ও রাফসান সাবাব। ফাইল ছবি

শোবিজ অঙ্গনের দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। দুই পরিবারের সম্মতিতে আগামীকালই তাদের চার হাত এক হচ্ছে।

জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন গত এক বছর ধরেই বিনোদন পাড়ায় আলোচনার তুঙ্গে ছিল। যদিও সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে তারা একে অপরকে সবসময় ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলতে দুজনেরই ছিল কিছুটা অনীহা। তবে শেষ পর্যন্ত বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কটি পরিণয়ে গড়াচ্ছে।

পারিবারিক সূত্র অনুযায়ী, ঢাকার অদূরে আমিনবাজারের একটি মনোরম রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জমকালো এই আয়োজনে দুই পরিবারের সদস্য ছাড়াও দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে ঘনিষ্ঠ মহলে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে বিয়ের বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে বর্তমানে সংবাদমাধ্যমের সঙ্গে যোগযোগ করছেন না এই জুটি।

জেফার ও রাফসানের সম্পর্কের গুঞ্জন জোরালো হয় গত বছর রাফসান সাবাবের বিচ্ছেদ সংবাদ প্রকাশ্যে আসার পর। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে থাইল্যান্ডের ব্যাংককে এক শপিংমলে তাদের একান্ত কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। তৎকালীন সময়ে জেফার এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের মন্তব্য তিনি খুব একটা গুরুত্ব দেন না।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে কাল নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই তারকা যুগল। ভক্ত-অনুরাগীরা তাদের এই শুভ পরিণয়ের খবরে সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.