× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছর না ঘুরতেই ভাঙছে তাহসানের দ্বিতীয় সংসার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৬, ২১:২৫ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৬, ২১:২৫ পিএম

এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসান-রোজার সংসার। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই তারকা। এক বছর আগে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘর বাঁধলেও বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

গত বছরের ৪ জানুয়ারি অনেকটা গোপনেই রূপসজ্জাশিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। তবে বিয়ের কয়েক মাস পার হতে না হতেই সামাজিক মাধ্যম ও বিনোদন পাড়ায় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। এতদিন বিষয়টি নিয়ে লুকোছাপা থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান নিজেই বিচ্ছেদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তারা আর একসঙ্গে থাকছেন না।

তাহসানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত জুলাই মাস থেকেই আলাদা থাকছেন এই দম্পতি। দাম্পত্য কলহ বা ব্যক্তিগত অমিলের কারণেই এই দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান জানান:

"ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। তাই স্পষ্ট করছি—আমরা এখন আর একসঙ্গে থাকছি না।"

গত বছর মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন তাহসান। রোজা পেশায় একজন নামকরা ‘ব্রাইডাল মেকআপ আর্টিস্ট’, যার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিয়ের পর তাহসানকে শোবিজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেকটা দূরে থাকতে দেখা যায়। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিবারকে সময় দিতেই তার এই বিরতি। তবে তার সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।

উল্লেখ্য, এটি ছিল তাহসানের দ্বিতীয় বিবাহ। এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের সংসারে আরিয়া তহরীম খান নামে একটি কন্যা সন্তান রয়েছে।

তাহসান জানিয়েছেন, বর্তমানে তিনি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আইনিভাবে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে শীঘ্রই তিনি বিস্তারিত জানাবেন। আপাতত এই বিষয়ে এর বেশি কিছু বলতে তিনি নারাজ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.