নব্বই দশকের জনপ্রিয় মডেল রিয়া। ছবি: সংগৃহীত
নব্বই দশকের টেলিভিশন পর্দা কাঁপানো জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারজানা রিয়া চৌধুরী। দীর্ঘ সময় ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে থাকলেও দর্শকদের হৃদয়ে তাঁর রেশ এখনো রয়ে গেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা এই তারকা সম্প্রতি নিরবে বাংলাদেশে এসেছেন। দীর্ঘ বিরতির পর রাজধানীর এক ঘরোয়া আড্ডায় দেখা মিলল নব্বই দশকের এই পরিচিত মুখের।
দীর্ঘ প্রবাস জীবন ও ফেরা
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে পা রাখেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন। মিডিয়ার চাকচিক্য থেকে দূরে থাকলেও দেশের টানে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে অল্প সময়ের জন্য তাঁর এই সফর।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগের একটি রেস্টুরেন্টে রিয়াকে কেন্দ্র করেই জমে উঠেছিল এক তারকাবহুল আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও কাছের মানুষরা। আড্ডায় দেখা গেছে:
আড্ডার স্থিরচিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর ভক্তদের মাঝে বেশ কৌতূহল ও নস্টালজিয়া তৈরি হয়েছে।
শোবিজ নিয়ে রিয়ার বর্তমান ভাবনা
ফ্যাশন হাউস 'বিশ্বরঙ'-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, রিয়া এখন একান্তই ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত। তিনি বলেন, "বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পৃক্ততা নেই। তিনি পরিবার নিয়ে নিজের মতো থাকতেই পছন্দ করেন। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। অনেক দিন পর দেখা হওয়ায় আমরা বেশ কয়েক ঘণ্টা পুরনো দিনের গল্পে মেতেছিলাম।"
আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে রিয়া আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
স্মৃতির মণিকোঠায় ‘মিষ্টি হাসি’
নব্বই দশকে একটি বিজ্ঞাপনের জিঙ্গেল রিয়াকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল— ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি...’। মডেল পল্লবের বিপরীতে সেই বিজ্ঞাপনে রিয়ার প্রাণবন্ত উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। বিজ্ঞাপনের সাফল্যের পর তিনি নাটকেও অভিনয় করেছিলেন। তবে বিয়ের পর লাইমলাইট থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে সংসারে মনোনিবেশ করেন তিনি।
বিষয় : বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফেসবুক মডেল শিল্পী
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
