নাজিফা হোসেন স্বাধিকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় পর্যায়ের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর সাধারণ নৃত্য শাখায় দ্বিতীয় স্থান অর্জন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে নাজিফা হোসেন স্বাধিকা। সে বাংলাদেশ শিশু একাডেমির নিয়মিত নৃত্য শিক্ষার্থী এবং ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় ২০ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় দেশের সেরা নৃত্য প্রতিভাদের মধ্যে নিজের স্থান পাকা করে নিয়েছে সে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার সারা দেশ থেকে প্রায় ১৮ হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্বাধিকা সাধারণ নৃত্য শাখায় তার অসাধারণ প্রতিভা প্রদর্শন করে। আঞ্চলিক ও বিভাগীয় পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে সে প্রথমে ঢাকা বিভাগীয় বাছাইয়ে সেরা নির্বাচিত হয়। এরপর সেরা দশ বাছাইয়ে দ্বিতীয় স্থান লাভ করে এবং চূড়ান্ত পর্বে সেরা ৫ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেয়।
স্বাধিকার এই বিশাল অর্জনে তার শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র উভয়ই আনন্দিত ও গর্বিত। শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম তার প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, ২০ বছর পর চালু হওয়া বিটিভির এই জনপ্রিয় প্রতিযোগিতা দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের যে সুযোগ তৈরি করেছে, স্বাধিকার এই বড় অর্জন তার প্রমাণ। শিশু একাডেমি স্বাধিকার জন্য গর্বিত এবং আমরা তার আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থনা করি।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান স্বাধিকার সাফল্যে অনুপ্রাণিত।
তিনি বলেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বিটিভির 'নতুন কুঁড়ি ২০২৫' সেই সুযোগ তৈরি করেছে। নাজিফার এই অর্জন আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক—এটাই আমাদের প্রত্যাশা।
নিয়মিত অনুশীলন, কঠোর শৃঙ্খলা ও পরিশ্রমে স্বাধিকা নিজেকে দেশের শিশু-কিশোর নৃত্য প্রতিভাদের মধ্যে বিশেষভাবে আলাদা করে তুলেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু প্রতিভা বিকাশে তার এই অর্জন একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।
বিষয় : নতুন কুঁড়ি ২০২৫ নাজিফা হোসেন স্বাধিকা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
