× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক মঞ্চে ‘সাইয়ারা’র জয়, ঝুলিতে ‘পপুলার চয়েজ’ পুরস্কার!

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৫, ০২:১৭ এএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৫, ০২:১৮ এএম

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য।

চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল মোহিত সুরি পরিচালিত সিনেমা ‘সাইয়ারা’। বক্স অফিসে ব্যবসার দুর্দান্ত সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে পুরস্কারও জিতে নিল এই সিনেমা।

ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ 'পপুলার চয়েজ' পুরস্কার অর্জন করেছে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি। মুক্তির পর ছবিটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দর্শকদের দারুণ সাড়া ফেলেছিল।

এই পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানি এবং পরিচালক মোহিত সুরি।

পুরস্কার প্রাপ্তির পর অক্ষয় বিধানি বলেন, “ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। 'সাইয়ারা'র প্রথম পুরস্কার হওয়ায় এটি আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত।” অন্যদিকে, ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে এমন সম্মান পেয়ে আনন্দিত পরিচালক মোহিত সুরি। তিনি বলেন, “এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

'সাইয়ারা' সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাণী এবং কৃষ নামের দুটি চরিত্রের মধ্যে।

বিয়ে ভেঙে যাওয়ার ছয় মাস পর বাণী নিজেকে সামলে নেয় এবং একটি পত্রিকা অফিসে কাজ শুরু করে। কিন্তু প্রথম দিনেই তার মুখোমুখি হয় এক রাগী, বদমেজাজি, ধ্বংসাত্মক আচরণের উঠতি গায়ক— কৃষ কাপুর। কৃষ স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার, কিন্তু স্বজনপ্রীতির কারণে নিজের প্রতিভা দেখানোর সুযোগ না পাওয়ায় তার মনে তীব্র ক্ষোভ। সে তার ব্যান্ডের সদস্যদের সঙ্গেও মারামারি করতে দ্বিধা করে না।

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে ও অনীত পাড্ডা।


ভাগ্যের ফেরে বাণী আর কৃষের পথ আবারও এক হয়, তবে তাদের এই মিলিত হওয়ার প্রয়োজন ছিল নেহাতই স্বার্থের। দ্রুতই ঘটনা মোড় নেয় অন্যদিকে। কৃষ আর বাণী যখন ধীরে ধীরে একে অপরের কাছে আসতে শুরু করে, তখনই এক কঠোর সত্য এসে তাদের সম্পর্ককে তছনছ করে দিতে চায়। কৃষ হারিয়ে ফেলার শঙ্কায় পড়ে বাণীকে। তাদের এই সম্পর্কের পরিণতি কী হয়, তার উত্তর মিলবে ‘সাইয়ারা’ সিনেমার পর্দায়।

এই সিনেমা দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন দুই নবাগত শিল্পী আহান পান্ডে ও অনীত পাড্ডা।


ইন্ডিয়াডটকম অবলম্বনে

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.