নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান। এরই মধ্যে ১২.৯১ কোটি রুপির একটি জমি কিনে আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। মুম্বাইয়ের অদূরে আলিবাগে কেনা এই জমিটি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুহানা যে জমিটি কিনেছেন, তা মূলত কৃষিকাজের জন্য সংরক্ষিত এবং এর মালিকানা প্রশাসনের হাতে। এ ধরনের জমি কেবল কৃষকদেরই কেনার অনুমতি আছে। সুহানা তাঁর নথিপত্রে নিজেকে একজন কৃষক হিসেবে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং খুব শিগগিরই একটি প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অঞ্জলি, রেখা ও প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে জমিটি কেনেন সুহানা। ওই তিন বোন উত্তরাধিকার সূত্রে জমিটি তাঁদের বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে এই তথ্যের সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জমি কেনার জন্য সুহানা ৭৪.৪৬ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এর এক বছরের মধ্যেই তিনি আলিবাগে ১০ কোটি রুপির আরেকটি বাড়ি কিনেছেন।
এই বিষয়ে এখন পর্যন্ত সুহানা বা শাহরুখ খানের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।