× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৫, ০২:৪২ এএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ এএম

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া

দীর্ঘ রোগভোগের পর সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জাহানারা ভূঁইয়া। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সংগীতশিল্পী ও অভিনেত্রীর ভাতিজা নিলয় আহমেদ এই খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানারা ভূঁইয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনিই অচল হয়ে গিয়েছিল। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এবং সপ্তাহে তিন দিন তার ডায়ালাইসিস চলছিল।

তিন বোনের সঙ্গে অভিনয়শিল্পী জাহানারা ভূঁইয়া (মাঝে), সুমনা আহমেদ (বামে) ও শিমুলা রহমান (ডানে)। ছবি : সংগৃহীত


সত্তর ও আশির দশকে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করলেও জাহানারা ভূঁইয়া একাধারে গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করেন গীতিকার হিসেবে। তার মুক্তিযোদ্ধা স্বামী ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন।

আশির দশকে 'সৎমা' ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি শতাধিক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি, তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন, যার মধ্যে 'সিঁদুর নিওনা মুছে' উল্লেখযোগ্য।

স্বাধীনতা-পরবর্তী সময়ে হাতে গোনা কয়েকজন নারী পরিচালকের মধ্যে তিনি অন্যতম ছিলেন। জাহানারা ভূঁইয়ার মরদেহ কোথায় সমাহিত করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তার ভাতিজা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.