গত মঙ্গলবার রাতে ভারতের বান্দ্রায় দেখা মিলেছে শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানির। দুজনের একসঙ্গে ভিডিও নিয়ে তৈরি করেছে নতুন জল্পনা। হুডিতে মাথা ঢেকে, সঙ্গে ছাতা চাপিয়ে বের হয়ে আসছিলেন শাহরুখ, পাশেই পূজা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে ফটোসাংবাদিকরা ক্যামেরাবন্দি করতে ছুটে আসে। এসময় শাহরুখ খান একটি ফোন প্রায় হাত দিয়ে ঢেলে সরিয়ে দেন। এরপর সোজা উঠে যান গাড়িতে। শাহরুখ খানের এমন রূঢ় ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কিং খান মোবাইলে তার ছবি তুলতে থাকা এক ব্যক্তির উপর রীতিমতো বিরক্তি প্রকাশ করেন।
এসময় একটা কালো রঙের হুডি পরেছিলেন শাহরুখ। ক্যাজুয়াল লুকে দেখা গেল ম্যানেজার পূজাকেও। তার গায়ে ছিল নীল রঙের টি-শার্ট।
গত কয়েক বছরে কোনও মিডিয়া ইন্টারভিউ দেননি শাহরুখ, সিনেমার প্রোমোশন ছাড়া। তবে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন নিউজ ১৮-এর। যেখানে ২০১৮ সালে তার উপর দাগিয়ে দেওয়া ফ্লপ তকমা থেকে ছেলে আরিয়ানের জেলে যাওয়া, সব নিয়েই কথা বলেছেন তিনি।