× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বলিউড

এই ব্যক্তিই কি সাইফ আলীর ওপর হামলা করেছে? গ্রেপ্তারে চলছে অভিযান

১৭ জানুয়ারি ২০২৫, ০০:৪৫ এএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৫, ০১:১৫ এএম

হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশ সম্ভাব্য এক হামলাকারীর ছবি প্রকাশ করছে। কোলাজ

গতকাল বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। এদিকে এ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশ সম্ভাব্য এক হামলাকারীর ছবি প্রকাশ করছে। খবর হিন্দুস্তান টাইমসের

বৃহস্পতিবার বিকেলে সাইফ আলী খানের হামলাকারীর (সন্দেহজনক) ছবি প্রকাশ্যে এল। সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে আক্রমণকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, আপৎকালীন জানালা ব্যবহার করেই সাইফ-কারিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি।

সাইফ আলী খান। এএফপি ফাইল ছবি


যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত ব্যক্তি বাড়ির ভেতরে উপস্থিত ছিল।

ইতিমধ্যে বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিম গিয়েও নমুনা সংগ্রহ করে এসেছে এদিন সকালে। সাইফের ওপর হামলার ঘটনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাতটি বিশেষ টিমের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দ্রা থানায় একটি অভিযোগও করা হয়েছে এবং পুরোদমে তদন্ত চলছে।

পাশাপাশি ঘটনার জেরে কারিনা কাপুর খান অত্যন্ত উদ্বিগ্ন দুই সন্তানের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে যখন অভিনেত্রী লীলাবতী হাসপাতালে পৌঁছান, তখন দেখা যায়, কারিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁদের বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাসভবনেও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.