× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন বছর পর একসঙ্গে অপূর্ব-ফারিণ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

১৯ নভেম্বর ২০২৪, ২০:৪৪ পিএম । আপডেটঃ ১৯ নভেম্বর ২০২৪, ২০:৪৫ পিএম

টিভি নাটক ও ওটিটি কনটেন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মাসখানেক আগে যুক্ত হয়েছিলেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে। এবার এর শুটিং শুরু হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে ক্যামেরা ওপেন হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।  

ফিল্মটির শুটিং ঢাকা থেকে শুরু হয়ে বরিশালে দৃশ্যায়নের মধ্য দিয়ে শেষ হবে। টানা ২০ দিনের মতো কাজ করে এর দৃশ্যধারণ শেষ করবেন বলে জানান নির্মাতা। এটি ওয়েব ফিল্ম হলেও পুরো সিনেমার আয়োজনেই হতে যাচ্ছে এর শুটিং। থাকবে অ্যাকশন ও একটি আইটেম গান। 

এ ফিল্মের মাধ্যমে তিন বছর পর একসঙ্গে ওয়েবের কাজ করতে যাচ্ছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটি। এর আগে ‘ট্রল’ নামে একটি সিরিজে দেখা গিয়েছিল তাদের। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কাজ করছেন নির্মাতা অমি। 

নির্মাতা জানান, এই ওয়েব ফিল্মের গল্প এমন যে, এতে অপূর্ব ছাড়া বিকল্প কাউকে ভাবতে পারেননি তিনি। তাই তাকে নিয়েই কাজ করছেন। 

অপূর্ব বলেন, ‘অমির সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। সবগুলোই প্রশংসিত হয়েছে। এবার আরও একটি কাজ করতে যাচ্ছি। সব সময় চেষ্টা করি ভালো একটি গল্প দর্শকদের উপহার দিতে। এ ফিল্মটির গল্প অসাধারণ, আমরা সুন্দরভাবে এর কাজ শেষ করতে পারলে দর্শকদের জন্য দারুণ একটি উপহার হবে এটি।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: nationaltribune24@gmail.com

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.