আগের বছরের অক্টোবরে পুত্র সন্তানের বাবা হয়েছেন কলকাতার চিত্রনায়ক জিৎ।
সুখবরটি তখন জানালেও সন্তানের ছবি প্রকাশ করেননি তিনি। এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন টালিউডের এই তারকা।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ফেসবুকে নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করার একটি ছবি পোস্ট করেছেন জিৎ। মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকতে দেখা যায় এই তারকাকে।
ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হেলো বলেছিল। চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দেই।
২০১১ সালে পরিবারিকভাবে পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে তার বিয়ে। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নভন্যা। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ।