আবারও আলোচনায় জাহারা মিতু। ছবি—সংগৃহীত
চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুর সঙ্গে একজন ক্রিকেটার আর হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তির সম্পর্কের গুঞ্জন টক অব দ্য টাউন। দুদিন ধরে এমন নিউজ ছড়ালে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মিতুর সম্পর্ক নিয়ে নানা ‘চটকদার’ শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
সেইসব নিউজে দাবি করা হয়, ওবায়দুল কাদেরকে তিনি অভিভাবকের মতো মনে করেন। তাদের দু’জনের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এর মধ্যে একটি গণমাধ্যম আরও একধাপ এগিয়ে ‘নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের’ এই শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ করে।
সেই নিউজটার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন মিতু। তিনি লিখেছেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজী সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি।’
তবে কাদেরের সঙ্গে তার নিউজের তোপ একটু থিতু হতেই আবারও নতুন গুঞ্জনে মোড় নিয়েছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে।
যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দেরও সৃষ্টি হয়েছে।
বিষয়গুলো নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন জাহারা মিতু। অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা, গুজব। এসবের কোনো সত্যতা নেই।
মিতু বলেন, ‘গেল কয়েক সপ্তাহ ধরেই আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব রটানো হচ্ছে। যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। একটি গণমাধ্যম দাবি করল, আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে কাউকে ঘুম পাড়িয়ে আসি। আচ্ছা, এটা কী সম্ভব? মানুষ প্রেমের গুঞ্জন হলেও বিশ্বাস করতো, এসব তো কেউ বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো মানে নেই।’
মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তিনি। সে বিষয়ে বলেন, ‘তিনদিন আগেই উত্তরা পশ্চিম থানাতে জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন, এসবই ভুয়া। এই নিউজের কোনো সত্যতা নেই।’
ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মিতু বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’
তৌহিদ হৃদয় আর শান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘তৌহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। আমাদের পরিচয় আছে। তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে, আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই পারিনি।’
‘আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয়, আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে।’
জাহারা মিতু চলচ্চিত্র অভিনেত্রী এবং উপস্থাপিকা। তিনি 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭' সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে আগুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা ২০২২ সালে মুক্তিপায়।
বিষয় : জাহারা মিতু
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh