দেশ-বিদেশে বলিউড বাদশাহ শাহরুখ খানের অগণিত ভক্ত-অনুরাগী। বছরের পর বছর ধরে প্রেম অথবা অ্যাকশন সবখানেই বাজিমাত করে চলেছেন তিনি। প্রেক্ষাগৃহে তাঁর নতুন সিনেমা এলেই হাউসফুল। সেই শাহরুখ খানেরও আছে প্রিয় অভিনেতা। তিনিও একজনের ভক্ত। সেই অভিনেতার এতটাই ভক্ত যে ছেলে আরিয়ানের জন্মের পর সদ্যোজাত শিশুর মুখের সঙ্গে প্রিয় তারকার মুখের মিল খুঁজে পেয়েছিলেন শাহরুখ খান।
সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের প্রিয় তারকার গল্প বলেন কিং খান। শাহরুখ খান বলেন, তাঁর চোখে সর্বকালের সেরা অভিনেতা হলেন জ্যাকি চ্যান। কী রসিক মানুষ! অভিনয়ের দিক থেকেও তিনি অসাধারণ। আমাকে ক্রমাগত অনুপ্রেরণা জোগান। আমার প্রথম সন্তান আরিয়ান খান যখন জন্মায়, তখন মনে হয়েছিল, ও দেখতে হয়েছে জ্যাকি চ্যানের মতো।
শাহরুখ আরও বলেন, বাচ্চারা জন্মানোর পরে মুখে নানা অভিব্যক্তি ফুটে ওঠে। আরিয়ানকে দেখে জ্যাকি চ্যানের মতো মনে হতো আমার। তারপর আমি ওকে তায়কোয়ান্দো শিখিয়েছিলাম। ভেবেছিলাম আরিয়ান বড় হয়ে জ্যাকি চ্যানের মতো হবে। সত্যি বলতে, আমিও চেয়েছিলাম বড় হয়ে ছেলে জ্যাকি চ্যানের মতোই হোক।
একবার জ্যাকি চ্যানের সঙ্গে দেখাও করেছিলেন শাহরুখ খান। সেই ঘটনা বছর তিন-চারেক আগের।
সৌদি আরবে প্রিয় তারকাকে দেখার সৌভাগ্য হয়েছিল তাঁর। শাহরুখ বলেন, আমি যেমন ভেবেছিলাম, তেমনই মিষ্টি ও বিনয়ী মানুষ জ্যাকি চ্যান। আমরা যৌথভাবে একটি চীনা রেস্তোরাঁও খোলার কথা ভেবেছিলাম।
গত শুক্রবার সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পান শাহরুখ খান। সেখানেই কথা প্রসঙ্গে সুজয় ঘোষের ‘কিং’ সিনেমায় অভিনয়ের কথা জানান শাহরুখ। এমনকি সেই সিনেমায় অভিনয়ের জন্য ওজনও কমাচ্ছেন বলিউড তারকা।
বিষয় : শাহরুখ খান আরিয়ান খান চীন তারকার সন্তান
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh