× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশীপুরে ঊষা'র সভাপতি সংহতি, সম্পাদক আশিক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ জুন ২০২৪, ০৪:৩২ এএম । আপডেটঃ ২৮ জুন ২০২৪, ০৫:২৩ এএম

সভাপতি: সংহতি সীমান্ত এবং সাধারণ সম্পাদক: আল-মামুন আশিক।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন'র  (ঊষা) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সংহতি সীমান্তকে সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-মামুন আশিককে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন (ঊষা) ২০২৪-২৫ এর নতুন কমিটির সদস্য এবং অতিথিবৃন্দ। ছবি: মোহসিনা সরকার মিথিলা

গত ১৮ জুন (শনিবার) কাশীপুর ইউনিয়নের বেড়াকুটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক বার্ষিক অনুষ্ঠানে ১৯ সদস্যের নতুন কমিটির ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী মন্ডল। এসময় গুণীজনদের সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, অস্বচ্ছল শিক্ষার্থীদের ঊষা বৃত্তি এবং মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: আশিকুর রহমান, সহ-সভাপতি: হারুন অর রশিদ, সহ-সাধারন সম্পাদক: মাহফুজা আক্তার মলি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক: নুর মোহাম্মদ মামুন, অর্থ সম্পাদক: শাহারিয়ার শিপন এবং সমাজ কণ্যান সম্পাদক: সাইদুর রহমান ধ্রুব।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন শাহিনুর রহমান (বরিশাল বিশ্ববিদ্যালয়), রবিউল ইসলাম রাকিব (ঢাকা বিশ্ববিদ্যালয়), রাশিদুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ফারুক হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মমিনুল ইসলাম রোমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আশরাফুল আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মোনালিসা সরকার ইলমি (ঢাকা বিশ্ববিদ্যালয়), নাকিবুল হাসান অনিক সরকার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), এ এস এম জিন্নুরাইন স্বাধীন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং সোহাগ মন্ডল (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তুহিন ওয়াদুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সোবহান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক গোলাম সরোয়ার, সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল) আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার সলিমুল্লা, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, সাবরেজিস্টার জাহাঙ্গীর আলম ও বেড়াকুটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

এসময় প্রাক্তনদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ঊষার সাবেক সভাপতি ও উলিপুর সরকারি কলেজের প্রভাষক আসাদুজ্জামান মানিক।

উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন (ঊষা) ২০১১ সালে প্রতিষ্ঠিত শিক্ষা, সমাজ ও সংস্কৃতি ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি অনেক সাফল্য দেখিয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.