× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীক্ষায় বসলেন বুয়েট শিক্ষার্থীরা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ মে ২০২৪, ১৪:৩৪ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৪, ০৪:৪২ এএম

ফাইল ছবি

অচল অবস্থা কেটেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে আন্দোলনে অচল বুয়েটে শনিবার পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখে বর্জনকৃত টার্ম ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা। আগামী ৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা নতুন রুটিন প্রকাশ করেছিলাম। সে অনুযায়ী আজ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি নিয়ে প্রশাসন আইনি লড়াই করবে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পর আমরা নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করেছি এবং সে অনুযায়ী শনিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, শনিবার সকাল নয়টায় প্রথম টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের ১৩টি বিভাগের মধ্যে ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগ এবং স্থাপত্য বিভাগ ছাড়া বাকি ১১ বিভাগের শিক্ষার্থীদেরই পরীক্ষা ছিল।

দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পর্বে এ দুই বিভাগ এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ নেতাদের মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হওয়াকে কেন্দ্র করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরমধ্যে সাদ্দাম ক্যাম্পাসে প্রবেশে জড়িত থাকায় ইমতিয়াজ হোসেন রাব্বিকে বহিষ্কার করে প্রশাসন।

তবে আদালত বুয়েটের ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে একই সঙ্গে রাব্বির সিট ফিরিয়ে দেয়। তবে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে অনড় হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

বুয়েটের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ২৪ মার্চ থেকে সকল ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। এরমধ্যে ৩ এপ্রিল পর্যন্ত পরীক্ষার পর ঈদের ছুটি শেষে ১৭ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার কথা।

তবে গত ৩০ মার্চ থেকে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন। এমন পরিস্থিতিতে গত ২০ এপ্রিল বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় টার্ম ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীদের পছন্দমত উকিলের মাধ্যমে আপিল করা হবে এতে রাজি হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে রাজি হন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.