দেশের বিভিন্ন প্রান্তের পাবলিক বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা থেকে ভর্তিকৃত মেধাবী কিন্তু আর্থিক ভাবে অসচ্ছল এমন শিক্ষার্থীদের ‘মাসিক মেধাবৃত্তি’ প্রদান করেছে পাবলিকিয়ান এ্যাসোসিয়েশন অফ লালমনিরহাট সদর (পালস)। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে অনলাইন প্ল্যাটফর্ম স্ট্রিম ইয়ার্ডের লাইভের মাধ্যমে মাসিক মেধাবৃত্তির এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় ছয় জন শিক্ষার্থীকে মাসিক ১৫০০টাকা হারে মেধাবৃত্তি প্রদান হয়। যা ছয় মাস পর্যন্ত প্রদান করা হবে।
পালস’র সভাপতি সামবিত সামি সাম্যের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুবাইয়াত তাসনীম।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার চেয়ারম্যান মো: রেজাউল করিম স্বপন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক নাজমুল কবির শাকিল, লালমনিরহাট শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ মো. এন্তাজুর রহমান, লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রধান শিক্ষক মো. রশিদুল আলম প্রামাণিক, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার চেয়ারম্যান মো: রেজাউল করিম স্বপন বলেন, পালস বরাবরই একটি ব্যতিক্রমী চিন্তার সংগঠন। এর আগেও আমরা তাদের অসংখ্য আয়োজন দেখে এসেছি লালমনিরহাট জেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে। এবারের মেধাবৃত্তি কার্যক্রমের মাধ্যমে পালস প্রমাণ করলো তীব্র ইচ্ছেশক্তি ও সহযোগিতা করবার মন মানসিকতা থাকলে যেকোনো কিছুই করা সম্ভব। যেকোনো প্রয়োজনে আমরা আমাদের জেলার সন্তনদের পাশে আছি, থাকব। ভবিষ্যতে তারা যেনো দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে সে কামনা করি।
সংগঠনটির সভাপতি সামবিত সামি সাম্য বলেন, পালস শুরুর পর থেকেই আমাদের স্বপ্ন ছিলো একসময় পালস থেকে আমরা মেধাবৃত্তি দেবো। আমাদের মেধাবৃত্তিতে মেধাবীরা তাদের মেধার সাক্ষর রাখবে সমগ্র বাংলাদেশে, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে যাবে পালস। The dream that came to reality!
তিনি আরো বলেন, আমরা লালমনিরহাটের শিক্ষাসচেতন ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতিও আহবান জানাই যেনো সকলের সহযোগিতায় আমরা পালস মেধাবৃত্তি কার্যক্রম যুগ থেকে যুগান্তর এগিয়ে নিতে পারি। লালমনিরহাটের শিক্ষায় এক নতুন দিগন্তের সুচনা করতে পারি। টাকার জন্য আমাদের লালমনিরহাটের কোন মেধাবী শিক্ষার্থী যেনো ঝড়ে না পড়ে সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে।