× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে পিছপা হবে না সরকার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ এএম

ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে নানা সমালোচনা চলছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। আমরা সকলের মতামত নিয়ে, আলোচনা করেই সিদ্ধান্ত নেবো, কাজ করবো। ভালো কিছু করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে নিতে হয়। কাজেই সমালোচনার ভয়ে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে পিছপা হবে না সরকার। 

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নেগেটিভ জিনিসের প্রতি আমাদের নজর বেশি থাকে। তাই নেগেটিভ জিনিস বেশি ভাইরাল হয়। এটা মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। প্রতিক্রিয়াশীল এবং সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী গোষ্ঠীকে শিক্ষার কারিকুলাম নিয়ে কথা বললেই বা কোনো বিষয়ে নিয়ন্ত্রণ নিতে গেলেই আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে তারা অপপ্রচার করে। বাকস্বাধীনতা রোধ করা হচ্ছে বলে সেটা নিয়ে অপপ্রচার করে। ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কীভাবে অপপ্রচার হয়েছে, সেটা আপনারা দেখেছেন। সমস্যাগুলো নিরসন করার চেষ্টা করছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমার কিছু কর্মপরিকল্পনা আছে। ইকোনমিক ইকোসিস্টেম করব, কারণ ইকোনমির সঙ্গে এডুকেশনের একটা সম্পর্ক আছে। সেটা আমরা সৃষ্টি করব। এর মাধ্যমে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। কোন সিদ্ধান্ত আমি একা নেবো না। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ এবং প্রগতিশীল অন্য রাজনৈতিক দলগুলোতে যারা আছেন, তাদের সবার সঙ্গে আলোচনা করে একটা ইকোনমিক ইকোসিস্টেম করব। বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব।

প্রসঙ্গত, বর্তমানে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্‌থীরা নতুন শিক্ষাক্রমে লেখাপড়া করছে। আগামীতে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরাও যুক্ত হবে নতুন শিক্ষাক্রমে। তবে সেখানে পরীক্ষা না নেওয়া, নবম-দশম শ্রেণিতে গ্রুপ (বিভাগভিত্তিক বিভাজন) তুলে দেওয়া ও এসএসসির আগে পাবলিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.