ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ জানুয়ারি) সকালে কলা অনুষদের শিক্ষকদের একটি শিক্ষাসফর চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)।
শিক্ষাসফরে আকস্মিক প্রয়াণ পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গবেষক শিক্ষকদের সাথে সুন্দরবন শিক্ষাসফরে ছিলেন অধ্যাপক আতাউর রহমান। বুধবার সকালে সেখানে অবস্থানরত জাহাজেই তিনি তীব্র হৃদরোগে (ম্যাসিভ হার্ট অ্যাটাক) আক্রান্ত হন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউটিএফ-এর শোকবার্তা অধ্যাপক আতাউর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যু দেশের শিক্ষা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁর শিক্ষা বিস্তারের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।" নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা ও দাফন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরহুমের প্রথম জানাজা আজ বুধবার বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।