× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওসমান হাদী হত্যা

দ্রুত বিচার ও পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি শিক্ষকদের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১২ পিএম । আপডেটঃ ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১২ পিএম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই বিপ্লবের অন্যতম এই যোদ্ধার মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী ওসমান হাদীকে রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতারা এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ইউটিএফ-এর আহ্বায়ক প্রফেসর ড. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী বিবৃতিতে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে এমন বর্বরোচিত হামলা জননিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এটি প্রমাণ করে যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়।

বিবৃতিতে শিক্ষকরা আরও বলেন, "খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি এবং সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার শামিল। এই অস্থিতিশীল পরিবেশে আগামী জাতীয় নির্বাচন কতটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা বাড়ছে।"

হত্যাকাণ্ডটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এই কাপুরুষোচিত হামলা মূলত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ চলাকে থামিয়ে দেওয়ার একটি অপকৌশল। তারা দৃঢ়তার সাথে বলেন, "বিপ্লবী হাদীরা মরে না। তাদের শাহাদাতের আকাঙ্ক্ষা যুগে যুগে তরুণদের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বালিয়ে যায়। শহীদ হাদীর রক্তের বদলা নিতে লক্ষ হাদী জন্ম নেবে।"


ইউটিএফ-এর তিন দফা দাবি

বিবৃতিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করা হয়: ১. ওসমান হাদী হত্যার ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত কারণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। ২. আসন্ন জাতীয় নির্বাচনে সকল প্রার্থী, জুলাই বিপ্লবী এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. মরহুম ওসমান হাদীর একমাত্র সন্তান ও শোকার্ত পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ দোয়া করেন যেন আল্লাহ ওসমান হাদীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.