ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কবীর উদ্দিনের গুম ও নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম’ (ইউটিএফ)।
এই অনুষ্ঠানেই গঠিত হয় ৫৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
নবগঠিত সংগঠনটির আত্মপ্রকাশের পর পরই এর প্রধান সংগঠক মো. কবীর উদ্দিনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)-এর সদস্য তানজীম উদ্দিন খান। তিনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে অভিনন্দন জানান।
নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. শামীম হামিদী সদস্য সচিব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কবীর উদ্দিন প্রধান সংগঠকের দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য পদে যারা রয়েছেন:
যুগ্ম আহ্বায়ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহহিল বাকীসহ দেশি-বিদেশি ১০ জন শিক্ষক।
যুগ্ম সদস্য সচিব: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাসুদা পারভীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মো. ইসমাইল হোসাইনসহ দেশি-বিদেশি ১২ জন শিক্ষক।
যুগ্ম সংগঠক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোহাম্মদ খালেদ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সোহাইবসহ ১২ জন। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. লিমন হোসেন, যিনি র্যাবের গুলিতে পা হারানোর কারণে আলোচিত, তিনিও যুগ্ম সংগঠকের দায়িত্বে এসেছেন।
ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও 'প্রবলভাবে রাজনীতি সচেতন' হিসেবে কাজ করবে। শিক্ষাঙ্গন ও শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ে তারা সক্রিয় থাকবে।
অনুষ্ঠানে প্রধান সংগঠক মো. কবীর উদ্দিন তার বক্তব্যের সময় বিগত সরকারের সময়ে নিজের উপর নেমে আসা গুম ও নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেন। তার বক্তব্য চলাকালে মিলনায়তনে পিনপতন নীরবতা নেমে আসে এবং অনেক শ্রোতা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সদস্য সচিব শামীম হামিদী কমিটি প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউটিএফ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শিক্ষক ও সংগঠনের প্রতিনিধিরাও শুভেচ্ছা জানান। এর মধ্যে ছিলেন:
বিষয় : ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
