× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউটিএফের আত্মপ্রকাশ কাল, শিক্ষকদের নতুন মঞ্চ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৫, ০৩:০৫ এএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৫, ০৩:১০ এএম

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করার লক্ষ্য নিয়ে শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে 'ইউনিভার্সিটি টিচার্স ফোরাম' (ইউটিএফ)। জ্ঞাননির্ভর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)। সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের পেশাগত স্বার্থ রক্ষা ও উন্নয়ন, জাতীয় নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ এবং অ্যাকাডেমিক পরিবেশকে মুক্ত, নৈতিক ও গঠনমূলক ধারায় নিয়ে আসা।

এই ফোরামে দেশের পাবলিক ও প্রাইভেট উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই যুক্ত থাকবেন, যা বাংলাদেশের শিক্ষক সমাজের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ঐক্যের বার্তা বহন করছে। আয়োজকদের মতে, শিক্ষকদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাব্যবস্থা ও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই ইউটিএফ-এর প্রধান অঙ্গীকার।

শুক্রবার সকাল ৯টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউটিএফ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের সকল শিক্ষক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনের স্পিরিটকে ভিত্তি করে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং সমাজের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা পুনঃপ্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ইউটিএফ দ্রুতই দেশের শিক্ষক সমাজের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.