× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিপিএ-৫ প্রাপ্তিতে ধস: সংখ্যা কমেছে ৭৬ হাজার; শীর্ষে ঢাকা, সর্বনিম্ন কারিগরিতে

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

সারা দেশে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছর ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪টি।

বোর্ডভিত্তিক ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই বোর্ডে মোট ২৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


এরপরেই রয়েছে রাজশাহী বোর্ড, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে—


দিনাজপুরে ৬ হাজার ২৬০ জন


চট্টগ্রামে ৬ হাজার ৯৭ জন


যশোরে ৫ হাজার ৯৯৫ জন


মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন


কুমিল্লায় ২ হাজার ৭০৭ জন


ময়মনসিংহে ২ হাজার ৬৮৪ জন


বরিশালে ১ হাজার ৬৭৪ জন


সিলেটে ১ হাজার ৬০২ জন


এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এই ফলাফলে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ড শীর্ষে থাকলেও, সব বোর্ডের মধ্যে সর্বনিম্ন জিপিএ-৫ প্রাপ্তি ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে।

বোর্ডগুলোতে পাসের হার বিশ্লেষণে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে— ৬৪.৬২ শতাংশ। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ, যা সকল বোর্ডের মধ্যে সর্বোচ্চ।


সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাসের হার:

  • রাজশাহী: ৫৯.৪০ শতাংশ
  • বরিশাল: ৬২.৫৭ শতাংশ
  • দিনাজপুর: ৫৭.৪৯ শতাংশ
  • চট্টগ্রাম: ৫২.৫৭ শতাংশ
  • সিলেট: ৫১.৮৬ শতাংশ
  • ময়মনসিংহ: ৫১.৫৪ শতাংশ
  • যশোর: ৫০.২০ শতাংশ
  • কুমিল্লা: ৪৮.৮৬ শতাংশ (সর্বনিম্ন)


এ ছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ।

শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছে।

১. ওয়েবসাইট: প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটের 'রেজাল্ট কর্নার'-এ ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে সম্পূর্ণ ফলাফল ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরাও www.educationboardresults.gov.bd থেকে ব্যক্তিগত ফলাফল জানতে পারবে।


২. এসএমএস: পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSCবোর্ডের নাম (প্রথম তিন অক্ষর)রোল নম্বরপরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.