হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর আজীবন সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হানিফ খন্দকার। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
আবু হানিফ খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। এক যৌথ শোকবার্তায় অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আবু হানিফ খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. কবীর উদ্দিন মিঠু, প্রচার ও জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান কোরবান, নির্বাহী সদস্য খায়রুজ্জামান সবুর, জীবন সদস্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ও মাওলানা নূর মোহাম্মাদ মন্ডলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।