শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ১২ দিনের ছুটি পাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার পাশাপাশি এই ছুটির সঙ্গে প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দাহম এবং লক্ষ্মীপূজার ছুটিও যুক্ত হচ্ছে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকছে ৯ দিন। তবে এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা টানা ১১ দিনের অবকাশ পাচ্ছে।
এছাড়া, সরকারি-বেসরকারি কলেজ এবং টিটি কলেজগুলোতেও দীর্ঘ ছুটি থাকছে। সাপ্তাহিক ছুটিসহ কলেজগুলোতে মোট ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট এই দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের জন্য উৎসব উদযাপনের পাশাপাশি বিশ্রামেরও সুযোগ করে দেবে।