× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা: বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ এএম । আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষকসহ প্রক্টর ও উপাচার্যের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)।

গণমাধ্যমের উপস্থিতিতে শিক্ষকদের সঙ্গে এমন অপ্রত্যাশিত ঘটনাকে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইউটিএফ-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে টিএসসি এলাকায় দায়িত্বরত সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়ার (মোনামি) সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কয়েকজন নেতা উচ্চস্বরে তর্কে জড়ান। এক পর্যায়ে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমের সামনেই ওই শিক্ষককে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করার অপচেষ্টা চালান। ইউটিএফ নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নারী শিক্ষককে প্রকাশ্যে এভাবে হেনস্তা করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এছাড়াও, সিনেট ভবনে ভোটদান শেষে উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির অত্যন্ত অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, "এ ধরনের ঘটনা সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্বের পক্ষ থেকে এমন অবমাননাকর ঘটনা সংঘটিত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য চরম হুমকি। আমরা এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

বিবৃতি প্রদানকারী শিক্ষকগণ (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):

  • অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. শামসুজোহা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. আবু খায়ের মোকতাদিউল বারী চৌধুরী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. সোহাইবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • মো. কবীর উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।


  • ড. এএফজি মাসুদ রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়।


  • শেখ মো. রোকনুল ইসলাম, ডুয়েট।


  • অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • সাঈদ বিন কামাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • মোহাম্মদ ফায়সাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, আইইউবিএটি।


  • ড. মো. মনজুর হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।


  • শাহ মো. তানভীর সিদ্দিকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


  • ড. মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


  • ড. মো. শামিম মন্ডল, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।


  • মো. আলমগীর কবীর রাজ্জাকী, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ।


  • কাউছার আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়।


  • রাশেদ মাহমুদ, পিএইচডি গবেষক, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি।


  • মো. লিমন হোসেন, গণ বিশ্ববিদ্যালয়।


  • মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • মাহবুব আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়।


  • মো. সোহেল রানা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


  • ড. শামীম হামিদী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


  • হাসান মাহমুদ সাকী, খুলনা বিশ্ববিদ্যালয়।


  • আব্দুল বশির, উত্তরা বিশ্ববিদ্যালয়।


  • মোহাম্মদ রবিউল ইসলাম, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।


  • মহিবুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. আব্দুল্লাহহিল বাকী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার, নিপসম।


  • মো. জামিউল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।


  • মো. জিল্লাল হোসাইন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


  • ড. ইকবাল সরোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • ড. মুহাম্মদ শামসুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


  • মো. ইউসুফ আলী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


  • দিদার মুহাম্মদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।


  • মোহাম্মদ সোহাইব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • অধ্যাপক ড. মো. মোমিনুর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


  • মিসবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


  • আসাদুজ্জামান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


  • ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরা বিশ্ববিদ্যালয়।


  • মাহমুদুর রহমান সাঈদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.