গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং তার সহকর্মী রাশেদ খানসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর কেন্দ্রীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। এই হামলাকে 'ন্যক্কারজনক' হিসেবে আখ্যায়িত করে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, "নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর নৃশংসভাবে যে হামলা চালানো হয়েছে, তা দেশবাসী ও আন্তর্জাতিক মহল গণমাধ্যমের মাধ্যমে দেখেছে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
বিবৃতিতে আরও বলা হয়, দেশের এই সংকটময় মুহূর্তে ফ্যাসিবাদবিরোধী নেতৃত্বের ওপর এমন আক্রমণ 'জুলাই স্পিরিট'-এর প্রতি অবজ্ঞা ও চরম ধৃষ্টতার পরিচায়ক। এই হামলাকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে এটিকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেছে। একই সঙ্গে অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।