× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৫, ০১:২৮ এএম । আপডেটঃ ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ এএম

ছবি: সংগৃহীত

নিজেদের তিন দফা দাবি পূরণ না হওয়ায় আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শাহবাগ অবরোধের মতো কোনো কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, 'আমাদের তিন দফা দাবির কোনোটিই এখনো পূরণ হয়নি। আমরা লক্ষ্য করছি, যারা পলিসি মেকার, তারা আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে এখনও পুরোপুরি অবগত নন।' তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, বুধবার রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, 'এই ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।'

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠকে বসেন। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। তাদের মূল দাবি চাকরি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। আগামীকাল এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' একইসাথে তিনি আরও বলেন, 'দাবি-দাওয়া, আলোচনা সবকিছু হবে, কিন্তু কথায় কথায় শাহবাগ বা যমুনা সেতু অবরোধ গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে, এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।'

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মূল তিন দফা দাবির মধ্যে রয়েছে:

  • যমুনা সেতুর টোল প্লাজার পাশে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত জায়গা নিশ্চিত করা।
  • ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা।
  • চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত সদস্য যোগ দেওয়া।


বর্তমানে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের অপেক্ষায় রয়েছে। যদি দাবি পূরণ না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.