হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষক প্রতিষ্ঠানটির বসুন্ধরা ক্যাম্পাসের প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির ক্লাস শিক্ষক। মঙ্গলবার (২৬ আগস্ট) স্কুল কর্তৃপক্ষের সই করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে, অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন।
নোটিশে বলা হয়েছে, হিজাব পরার কারণে ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির (অস্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক গণমাধ্যমকে জানান, তিনি এই কাজটি করেননি এবং তার ক্লাসে ২২ জন ছাত্রী হিজাব পরে না। তিনি বলেন, “আমি মেয়েদের বলেছি, তোমরা হিজাব পরে স্কুলে আসবা।” তিনি আরও বলেন, সেদিন তিনি ক্লাসে গিয়ে দেখেন ভলান্টিয়াররা ছাত্রীদের পোশাক ঠিক আছে কি না তা পরীক্ষা করছে। তখন তিনি তাদের বাইরে নিয়ে গিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে বলেছিলেন, কিন্তু ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেননি।