তিন দফা দাবি আদায়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টার পর থেকে তারা এই অবরোধ শুরু করেন, যার ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য কোটা ইস্যুতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে হুমকির ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত। শিক্ষার্থীরা হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। দাবিগুলো হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে তা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা প্রথমে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। পরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।