× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ থেকে তিন বছরে ৪৩ হাজার শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব

আরিফ খান

১৮ আগস্ট ২০২৫, ২৩:৫৯ পিএম । আপডেটঃ ১৯ আগস্ট ২০২৫, ০০:০৬ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সেমিনারে বক্তব্য রাখছেন। ছবি: ন্যাশনাল ট্রিবিউন

জাপানে এক লাখ দক্ষ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সঠিক পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে আগামী ৩ বছরে অন্তত ৪৩ হাজার শিক্ষার্থীকে জাপানে পাঠানো সম্ভব। গত ২ মাসে ১০০–এর বেশি জাপানের কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। আর এ সুযোগ কাজে লাগাতে চায় সরকার।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আরকাইভস অডিটোরিয়ামে ‘বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান বিডিজবস ও অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউস ইন বাংলাদেশ (এজেএলআইবি) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

এ অনুষ্ঠানে এজেএলআইবির সভাপতি ওয়াকিল আহমেদ একটি প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশন বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ৬-৭ হাজার শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সঠিক নীতির সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে সহজেই ১৫ থেকে ২০ হাজারে উন্নীত করা সম্ভব। আগামী পাঁচ বছরের মধ্যে এক লক্ষ শিক্ষার্থী ও কর্মী জাপানে পাঠানো আমাদের লক্ষ্য। 

ওয়াকিল আহমেদ বলেন, আমরা দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মি যাতে পাঠাতে পারি সেজন্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সুযোগটাকে কোনভাবেই হেলায় যেন নষ্ট না করি। 

তিনি আরও বলেন, জাপান সরকার সম্প্রতি বিদেশি শিক্ষার্থী কোটার সংখ্যা ২ লাখ থেকে ৪ লাখে বৃদ্ধি করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। 

সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ৩ বছরে বাংলাদেশ থেকে অন্তত ৪,৩০০০ শিক্ষার্থী জাপানে পাঠানো সম্ভব বলে প্রেজেন্টেশনে উল্লেখ করা হয়। 

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী সেমিনারে অনলাইনে যুক্ত হন। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করছি, যাতে জাপানে বেশিসংখ্যক কর্মী ও শিক্ষার্থী আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ কোর্সে যাতে স্টুডেন্ট যেতে পারেন, সে জন্য স্কুল ভিজিট করছি। গত ২ মাসে ২২টি অর্গানাইজেশন, ১০০–এর বেশি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে। জাপান দক্ষ কর্মী চায়, দ্রুত পাঠানোর চেয়ে দক্ষ লোক পাঠানো জরুরি।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা এখানে বিশেষ ফোকাস দিচ্ছি। জাপানে সেল তৈরি করা হয়েছে। জাপান একটি বিশেষ জায়গা, আমাদের সামনে সুযোগ ও সম্ভাবনা আছে। সরকারের পক্ষ থেকে কীভাবে সাহায্য করা যায়, আমরা তা করছি।’

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশে বেকারত্বের সমস্যার সমাধান হতে পারে বিদেশে কর্মী পাঠানো। সঠিক নীতিমালা গ্রহণ করতে পারলে বাংলাদেশ থেকে বছরে চার-পাঁচ লাখ জনশক্তি পাঠানো সম্ভব বলেও মনে করেন তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, জাপান সেলের ফোকাল পারসন মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, জাপান দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধিরা।

উল্লেখ্য, জাপানে বর্তমানে ৩১ হাজার ৫৩৬ জন বাংলাদেশি অবস্থান করছেন, যার মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থী। বছরে প্রায় ৯০০ কোটি টাকা রেমিট্যান্সে অবদান রাখছেন শিক্ষার্থীরা।

শেষে বক্তারা বাংলাদেশের তরুণদের বৈদেশিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহবান জানান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.