সেশনজট মুক্ত বিভাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা
সেশনজট মুক্ত বিভাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনের একপর্যায়ে প্রধান ফটকে তালা দেন তারা।
এ সময় বিভিন্ন ধরনের প্লেকার্ডে- 'স্পোর্টস সায়েন্সে জট কেন? প্রশাসন জবাব চাই', 'একাডেমি ক্যালেন্ডার চাই', 'বয়স গেলে শেষ হয়ে কী করবো আর অনার্স করে', 'আমরা দেই ট্রপি আপানারা দেন সেশনজট' ইত্যাদি হাতে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবিউল আলম পাশা বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নেই। আমাদের পরীক্ষার পর রেজাল্ট পেতে ও ক্লাস শুরুর জন্য আন্দোলন করতে হয়। আমি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, আমার ব্যাচের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করে ফাইনাল ইয়ার ক্লাস করেছে কিন্তু আমি এখনো ২য় বর্ষে পড়ছি। আমাদের নির্দিষ্ট কোনো একাডেমিক ক্যালেন্ডার নেই৷ আমাদের চাওয়া শুধু একটায়, সময় মতো পরীক্ষা নিয়ে আমাদেরকে রেজাল্ট দিক।
এ বিষয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের বলেন, এটা একটি খেলাধুলা সম্পর্কিত বিশেষ ডিপার্টমেন্ট। এখানে খেলাধুলা হয়। এটা বাংলা বা ইংরেজি ডিপার্টমেন্টর মতো না। বাংলাদেশের মাত্র ৩টি বিশ্ববিদ্যালয়ে এটি চালু হয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি। এ কারণে এই বিভাগের পর্যাপ্ত গ্রাজুয়েট নেই। এবং যারা বের হয়েছে তাদের শিক্ষক হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতায় ঘাটতি রয়েছে। এজন্য বিভাগের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ফলে সেশনজট দীর্ঘায়িত হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা করছি। আমরা তাদের আন্দোলন সমর্থন করি, আমরা নিজেরাও শিক্ষার্থীদের দুর্ভোগ চাই না। তারা দাবি করছে ভিসি ম্যামের সঙ্গে সরাসরি কথা বলবে আমরা তাদেরকে জানিয়েছে ম্যামের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।
বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
