× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবি প্রো-ভিসি অফিসে সাত কলেজের শিক্ষার্থীদের হট্টগোল, ডাকা হলো জরুরি সভা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম । আপডেটঃ ২৬ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদের কার্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ব্যাপক হট্টগোল করেছে। এ নিয়ে সাত কলেজের প্রিন্সিপালদের সঙ্গে আগামীকাল দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। অর্ধশত শিক্ষার্থীদের একটি দল প্রো-ভিসির অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ৫ই জানুয়ারি ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানের কাছে তাদের দেয়া এক স্মারকলিপিতে বর্ণিত দাবি-দাওয়া সমূহ এখনো কেন বাস্তবায়ন করা হচ্ছে না- এ নিয়ে তারা জবাবদিহিতা চান। এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, তারা যে দাবিগুলো করছে এ দাবি সংবলিত স্মারকলিপি তারা এ মাসের শুরুতে ভিসি স্যারের কাছে জমা দেয়। সবশেষ তথ্যমতে, একটি কমিটি ইউজিসির আন্ডারে গঠিত হয়েছে তাদের দাবিকৃত বিষয়টি সমাধানের জন্য। আজকে আবার অর্ধশতাধিক ছাত্রছাত্রী এসে পড়ে। আমি বলি যেকোনো দু’জন আসো। কিন্তু তারা ৪০-৫০ জন একসঙ্গে ঢুকে পড়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করে। বিষয়টি আমাদের হাতে নেই, এ কথা তাদেরকে আমি বলি এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করি। এভাবে তারা বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি করে চলে যায়। তারপরও আমি ব্যক্তিগতভাবে যা যা করা যায় সব করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এরপর তাদেরকে অপমান করা হয়েছে বলে তারা অভিযোগ তোলে এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। তাদের দাবিগুলোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসি ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে, ঘটনার পর সাত কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোড অবরোধ করে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.