লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কুচলিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাটগ্রাম থানার এসআই কাওছার আলম।
নিহত মিলন রহমান (১২) এবং মুজাহিদ রহমান (৮) ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিলন কুচলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও মুজাহিদ একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে মিলন ও মুজাহিদ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কৃষক মজিবর রহমান তার গরুকে গোসল কারাতে একই পুকুরে যান। গরুকে গোসল করানো শেষে তিনি চলে যান।
যাওয়ায় সময় ওই কৃষক দুই ভাইকে পুকুর থেকে উঠে বাড়ি যাওয়ার জন্য বলেন। কিছুক্ষণ পর তিনি দুই ভাইয়ের মাকে পুকুরে গোসল করার বিষয়টি জানান। তাৎক্ষণিক দুই ছেলেকে খোঁজাখুঁজি শুরু করেও আর তাদের সন্ধান পাননি।
স্থানীয় লোকজন পুকুরে জাল ফেলে তল্লাশির একপর্যায়ে দুই ভাইয়ের লাশ উদ্ধার করেন বলে জানান কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নীলুফা ইয়াসমিন।
পরিবারের অজান্তে ওই দুই ভাই পুকুরে গোসলের একপর্যায়ে তলিয়ে যায় বলে জানান তিনি।