× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরের নকলায় পিকআপের চাপায় নারী নিহত, শিশুসহ আহত ২

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ আগস্ট ২০২৪, ০৯:৪২ এএম । আপডেটঃ ০১ আগস্ট ২০২৪, ০৯:৪৭ এএম

শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া এলাকায় পিকআপ ভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় তার শিশুসন্তানসহ আরেক বৃদ্ধ আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া।

নিহত শাপলা বেগম (২৫) চিথলিয়া এলাকার আলম মিয়ার স্ত্রী। আহত হয়েছেন তার তিন বছর বয়সী ছেলে তাওহিদ ও ৬৫ বছর বয়সী সমেজ মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল কাদের মিয়া বলেন, শেরপুর থেকে নকলাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাপলা বেগমসহ তিনজনকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান শাপলা। আহত শিশু ও বৃদ্ধকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আরও বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছি। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় পিকআপ ভ্যানটির চালক। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.