ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইনের স্লিপারের হুক খোলার সময় আশিক (২৭) নামের এক তরুণকে আটক করেছেন আনসার সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের হাতিখলা বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক আশিক গফরগাঁও পৌর শহরের নজরুল ইসলামের ছেলে। তাঁকে হাতেনাতে আটকের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় দেন আনসার সদস্যরা। পরে তাঁকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে আশিক নামের এক তরুণ ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও এলাকার ৭ নম্বর পয়েন্ট থেকে রেললাইনের স্লিপারের হুক খুলছিলেন।
তিনি আরও বলেন,বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে পড়লে তাঁরা ওই তরুণকে ধাওয়া করে। চারজন আনসার সদস্য তাঁকে ধাওয়া করে হাতিখলা বাজার এলাকা থেকে আটক করেন।