× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে জেল পলাতক ৪৪৯ কয়েদির আত্মসমর্পণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম । আপডেটঃ ২৫ জুলাই ২০২৪, ১২:২১ পিএম

সোমবার পাঁচজন, মঙ্গলবার ১২৮, বুধবার ১৫৫ এবং বৃহস্পতিবার ১০১ জন আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন

হামলা, অগ্নিসংযোগের পর নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ কয়েদির মধ্যে এ পর্যন্ত ৪৪৯ জন আত্মসমর্পণ করেছেন।

সবশেষে বৃহস্পতিবার ১০১ কয়েদি তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেছেন বলে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানান।

সোমবার পাঁচজন, মঙ্গলবার ১২৮, বুধবার ১৫৫ জন এবং বৃহস্পতিবার ১০১ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া জেলার সাতটি থানায় আত্মসমর্পণ করেছেন আরও ৬০ কয়েদি।

আইনজীবী নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার পর্যন্ত আত্মসমর্পণ নেওয়া হয়। এ সময় হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ও মাদক, মারামারিসহ বিভিন্ন মামলার কয়েদিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন।

নতুন করে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি; পরবর্তী নির্দেশ পেলে আত্মসমর্পণ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কারাগারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১০২ জনকে গ্রেপ্তার, ৩৯টি অস্ত্র ও এক হাজার ৮৫টি গুলি উদ্ধারের কথা জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দিলে নয় ‘জঙ্গি’সহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এ সময় অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

প্রাথমিকভাবে কারা কর্তৃপক্ষ ও রক্ষীরা প্রতিহত করার চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে তারা জীবন বাঁচাতে কয়েদিদের সঙ্গে মিশে যান। এ সময় যেসব কয়েদি জেল ছেড়ে পালাতে চাননি তাদের মারধরও করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.