× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেট্রোরেলের মিরপুর অংশ বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৮ জুলাই ২০২৪, ০৬:১৫ এএম । আপডেটঃ ১৮ জুলাই ২০২৪, ০৮:৩৯ এএম

মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশনের ফটকে ঝুলছে তালা| ছবি—সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার আগারগাঁও থেকে পল্লবী অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল এবং উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেইজে বলা হয়েছে, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে অদ্য বেলা ০২:২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।”

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার কারণে মেট্রোরেলের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল ফের শুরু হবে।”

সাংবাদিকদের সাবিকুন নাহার মিরপুরের পল্লবী ও ১০ নম্বর এলাকা ঘুরে এসে জানিয়েছেন, পল্লবী স্টেশনের কয়েকটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন।

“উত্তরা থেকে যারা আসছেন, তাদের সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। মাইকে বলা হচ্ছে উত্তরা পর্যন্ত যাওয়া যাবে। মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশন বন্ধ। আর ১০ নম্বরে অনেক গোলমাল হচ্ছে। ১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর এর উপর দিয়েই মেট্রোরেলে গিয়েছে।”

গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।

এ কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অংশে সড়ক অবরোধ আর সংঘর্ষের খবর আসছে। গণপরিবহনের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.