সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়েন। পরে তাঁরা কফিন মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে|
ছবি—সংগৃহীত

বিকেল চারটায় গায়েবানা জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের রাস্তায়

জানাজা শেষে কফিন নিয়ে মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা

কফিন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

আন্দোলনকারীদের হটাতে অ্যাকশনে পুলিশ

পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে কফিন ফেলে প্রতিরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা।

পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে প্রতিরোধের চেষ্টা শিক্ষার্থীদের

রায়ট কার থেকে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করছেন

শিক্ষার্থীদের ওপর হামলা হলে প্রতিরোধের চেষ্টা

পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শিক্ষার্থীরা রেলিং বেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন

পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচার জন্য নাক–মুখ ঢেকে অন্য দিকে সরে যান শিক্ষার্থীরা

পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে আতঙ্কে অন্য দিকে সরে যান শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ