শাটল ট্রেন থেকে নামিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতাকে ছাত্রলীগের মারধরের ঘটনার পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "গতকাল শাটল ট্রেনে গণ্ডগোল হয়েছে। আজকেও শুনলাম শিক্ষার্থীদের ষোল শহরে আন্দোলন কর্মসূচি আছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শাটল ট্রেন আজকে বন্ধ রাখা হয়েছে। যদি পরিস্থিতি ঠিকঠাক মনে হয়, তাহলে কাল থেকে আবার শাটল ট্রেন চলবে।"
সোমবার বিকালে ষোলশহরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় স্টেশনেই শাটল ট্রেন আটকে দেন। আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে মারধর করে ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে প্রক্টর অফিসে নিয়ে যান তারা। এসময় ছাত্রলীগের মারে রক্তাক্ত হয় আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী।
ক্যাম্পাসের ঘটনার পর ষোল শহর রেল স্টেশনের আশেপাশের এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।