যশোরের বাঘারপাড়া উপজেলায় বৃষ্টি ভেজা সড়কে আলাদা দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও সাতজন।
শুক্রবার সকালে যশোর-নড়াইল মহাসড়কে উপজেলার করিমপুর এবং শ্রীরামপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান।
করিমপুরের ঘটনায় তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকাল সাড়ে ১১টায় যশোর থেকে ঢাকাগামী মাছবাহী পিকআপের সঙ্গে নড়াইল থেকে আসা যশোরগামী মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ চালকসহ দুইজন মারা যান; আহত হন দুই পিকআপে থাকা আরও তিনজন।
নিহত সবুজ (৪২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়ীয়ার লামরাইল গ্রামের সবেদ আলীর ছেলে এবং অপর নিহত তারেক (৩২) যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামের বাবু সরদারের ছেলে।
আহত রায়হান হোসেন (৪০), জামালপুরের রমজান (৩০) এবং শেরপুরের শেখ ফরিদ (৪০) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান পুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয়।
তারা যশোর থেকে মাছ নিয়ে গাজীপুর জেলায় যাচ্ছিলেন বলে জানান মৃত্যুঞ্জয় বিশ্বাস।
অপরদিকে সকাল ৯টায় উপজেলার শ্রীরামপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে ধাক্কা দিলে একজন নিহত এবং চারজন আহত হন বলে জানান বাঘারপাড়া থানার ওসি রোকিবুজ্জামান।
নিহত সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই গ্রামের সুফিয়ান (২০), সাহিদুল (১৮), আব্দুল মজিদ (৪৮) এবং কবির (৩৫)।
আহতদের স্বজনরা জানান, সকালে সাতজন যাত্রী নছিমনে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে ধাক্কা দিলে সড়কের পাশে উল্টে যায়।
-66914f368c796.jpg)
দুটি ঘটনায় বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও তুলারামপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে ওসি রোকিবুজ্জামান জানান।
নিহত সিদ্দিক ও তারেকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন; অপর নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।