× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড্রাইভার ঘুমে, হেলপার চালাচ্ছিলেন ট্রাক, দিনাজপুরে দুর্ঘটনায় নিহত ৬

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ জুলাই ২০২৪, ১৫:৩৯ পিএম । আপডেটঃ ০৬ জুলাই ২০২৪, ০৪:২৮ এএম

ছবি- সংগৃহীত

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কজনক। গতকাল সকালে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি বাজার সংলগ্ন বলরামপুর (দইসই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দর খোচনা এলাকার মো. মমিনুরের ৫ মাসের কন্যা শিশু জায়না, ঠাকুরগাঁও পীরগঞ্জ বদতালীগাঁও এলাকার দানেশ আলীর ছেলে মো. আলী (৫২), যাত্রীবাহী নাবিল কোচের সুপারভাইজার বোচাগঞ্জ মিলরোড এলাকার রাজেশ বাহাদুর (৩৫), ট্রাক চালক ঠাকুরগাঁও পীরগঞ্জ মিত্রপাঠ এলাকার হাসু (২৮), বোচাগঞ্জ আনোয়ারা এলাকার জাহিদ ও সুলতানা পারভীনের কন্যা শিশু বিভা (১০), চিরিরবন্দর আমবাড়ি বিশ্বনাথপুর এলাকার ভ্যানচালক স্বদেশ রায় (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের পশ্চিমে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাক তার রাস্তার সাইড পরিবর্তন করে ঢাকা থেকে ঠাকুরগাঁও রানীশংকৈলগামী যাত্রীবাহী বাস নাবিল পরিবহনকে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের হেলপার মারা যায় এবং আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জন শিশু, বাসের সুপারভইজার ও যাত্রীসহ ৬ জন মারা যায়। এ ছাড়া ৩০ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বাসের একজন আহত যাত্রী জানান, নাবিল গাড়িটি ৮০-৮৫ কি.মি বেগে চলছিল। চলন্ত অবস্থায় বাসের চালকের আসনে বসা হেলপারের সঙ্গে এক যাত্রীর ঝগড়া চলছিল। আর এরই মধ্যে একটি ট্রাক তার সাইড পরিবর্তন করে আমাদের গাড়ির সামনাসামনি চলে আসে। তিনি বলেন, ঘটনাস্থলেই বাসের হেলপার এবং ট্রাকের চালক মারা গেছে।

ছোট বাচ্চাসহ বাসে অনেক যাত্রী গুরুতর আহত হয়েছে। আমি মাথায় আঘাত পেয়েছি এবং জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পায়ে আঘাত পাই। বাসের সামনটা দুমড়ে-মুচড়ে যাওয়ায় বের হওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় লোকজন মই এনে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন বলেন, রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটি পুলিশ লাইনে নেয়া হয়েছে এবং ট্রাকটি আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা রয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্‌ ইফতেখার আহমদ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। 

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, জেলা প্রশাসন ও বিআরটিএ’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক সহোযোগিতা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। পুলিশ সুপার শাহ্‌ ইফতেখার আহমদ বলেন, প্রাথমিক তদন্তে আমরা যেটা জানতে পেরেছি, ট্রাকের হেলপার ট্রাক চালাচ্ছিল এবং ড্রাইভার পাশে বসে ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.