× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘পরবর্তী জনশুমারি ২০৩১ সালে’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ জুলাই ২০২৪, ১২:৩০ পিএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৪, ১৩:৩৭ পিএম

পরবর্তী জনশুমারি ও গৃহগণনা আগামী ২০৩১ সালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। আজ সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে মাহমুদুল হক সায়েমের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। 

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রী বলেন, পরিসংখ্যান আইন-২০১৩-এর ৬(গ) ধারা মোতাবেক আদমশুমারি শব্দের পরিবর্তে জনশুমারি করা হয়েছে। ২০২২ সালের ১৫ থেকে ২১ জুন দেশে সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী দেশে বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এরমধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার তিনজন, নারী আট কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন ও তৃতীয় লিঙ্গের আট হাজার ১২৪ জন।

মন্ত্রী বলেন, পরিসংখ্যান আইন-২০১৩ এবং সেন্সাস অর্ডার-১৯৭২ অনুযায়ী শুমারি অনুষ্ঠিত হয়। অতীতের ধারাবাহিকতায় আগামী ২০৩১ সালে পরবর্তী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.