× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল ৩ শিশুর

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ জুন ২০২৪, ০৮:২৫ এএম । আপডেটঃ ২৪ জুন ২০২৪, ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো একজনকে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার চরতারাপুর ইউনিয়নের গোহাইলবাড়ি ভাদুরিয়াডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চরতারাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

নিহতরা হলো- নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪), তার ছোট ভাই গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর জানান, দুপুর ১টার দিকে ওই এলাকার কয়েকজন ছেলে বাড়ির পাশে আমগাছের সঙ্গে আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিল। গ্রামের লোকজন রোদের মধ্যে পতাকা টানাতে নিষেধ করলে তারা গাছ থেকে নেমে নদীতে গোসল করতে যায়। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.