× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

নওগাঁ প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৪, ২২:২৪ পিএম । আপডেটঃ ০৯ জানুয়ারি ২০২৪, ২২:২৭ পিএম

নওগাঁর মান্দায় শ্রমিকবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের একরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নওগাঁর হাঁপানিয়া এলাকার আকরাম হোসেন (৪৫), চকবিরাম এলাকার জাহিদুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলাম (৫০)।


আহতরা হলেন, মান্দা উপজেলার সাহাপুর গ্রামের ইমদাদুল হক (৫২), রাজন (৩২), জনাব আলী (৫০), আব্দুল কুদ্দুস (৪৮) সজীব হোসেন (২৪) ওয়াদ হোসেন (৩০)।


পুলিশ জানায়, রাজশাহীর দিক থেকে একটি পিকআপ শ্রমিক নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।


আহতদের মধ্যে এমদাদুল ও রাজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন মান্দা হাসপাতালে ভর্তি আছেন।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.