× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনায় বন্যার পানি বাড়ছে, অসহায় কয়েক হাজার মানুষ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ জুন ২০২৪, ০৪:০১ এএম । আপডেটঃ ২১ জুন ২০২৪, ০৬:৪৫ এএম

নেত্রকোনায় বন্যার পানি ঢুকে ডুবে গেছে বসতঘর। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সীমান্ত উপজেলা কলমাকান্দাসহ তিন উপজেলার ১৫টি ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা অংশে আজ শুক্রবার (২১ জুন) সকাল পর্যন্ত বিপৎসীমার ৪০ সেমি. ওপর দিয়ে বয়ে যাচ্ছিল।

কলমাকান্দার সবকটি ইউনিয়নসহ বারহাট্টা ও নেত্রকোনা সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি উঠতে শুরু হওয়ায় নৌকা ছাড়া বের হতে পারছে না মানুষ। পানিবন্দি হওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে মানুষ ও গবাদি পশুর খাদ্যের সংকট।

কলমাকান্দা উপজেলার কয়েকটি পানিবন্দি এলাকা পরিদর্শন করে নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার, আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী দল, মেডিকেল দলসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.