প্রজন্ম সমাজ সংস্কৃতি কেন্দ্রের ঈদ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে কেন্দ্রের পাঠাগার কক্ষে গল্প গান ও কবিতার মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও বিশেষ অতিথি ছিলেন উপ-করকমিশনার দীপঙ্কর সরকার।
আয়োজনে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর রবির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সশীস পাঠাগারের সভাপতি পলাশ কুমার রায়, সাতভিটা গ্রন্থনীড়ের সভাপতি জয়নাল আবেদীন, কমরেড কৃষ্ণ কমল স্মৃতি পাঠাগারের সভাপতি পীযূষ কান্তি বর্ম্মন, শিক্ষক দ্বীজেন্দ্রনাথ বর্ম্মন, সোনার তরী সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সুধীর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায় নীরু, কবি মঞ্জুরুল ইসলাম, রমজান আলী, শিক্ষক নূর আলম, রবিউল ইসলাম, রবীন্দ্রনাথ বর্ম্মন, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, গোবিন্দ চন্দ্র রায়।
আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিল্পী জয়ন্ত দাস, জীবন কৃষ্ণ রায়, নূর ইসলাম, পরম সরকার, সমুদ্র সাহা, রুদ্র শর্মা, আরাধ্যা রানী কুন্ডু, শ্রীজয়ী সরকার , অর্পিতা সাহা, শিশির সাহা, অর্পিতা চৌধুরী তিতলি, কুশ কুন্ডু, শারদা রানী জ্যোতি, নির্ঝর চন্দ্র বর্মন, তানভীর, উদয় সাহা, দুলাল চন্দ্র রায়, ওয়াসিম আহমেদ, শিশির সাহা ও প্রমুখ। ।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে সভাপতিত্ব করেন কবি ও শিক্ষক কৃষ্ণ কমল বর্ম্মন।