× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে ১২ গবাদিপশুর মৃত্যু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ জুন ২০২৪, ১১:৪৮ এএম । আপডেটঃ ০৯ জুন ২০২৪, ১১:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে বজ্রপাতে ১২টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুরের দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ইউনিয়নের পূর্ব বড় ধলীর চরাঞ্চলে স্থানীয় কৃষক হোনান উদ্দিনের ৩টি মহিষ, মো. বাদশা মিয়ার একটি মহিষ, আবু তাহেরের একটি গাভি ও জাহাঙ্গীরের ৭টি ভেড়া বজ্রপাতে মারা যায়। বৃষ্টি শেষে কৃষকরা মাঠে খোঁজ নিতে গিয়ে পশুগুলো মৃত অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখেন। 

স্থানীয় বাসিন্দা ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মোতালেব বলেন, বজ্রপাতে মাঠে থাকা অবস্থায় এই পশুগুলোর মৃত্যু হয়েছে। এখানে একটি পক্ষ পশুগুলো কিনে দেন। দরিদ্র কৃষকরা সেগুলো লালনপালন করেন। সেই হিসেবে দুইপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, পশুগুলো দুপুরে বৃষ্টির সময় মারা গেছে বলে শুনেছি। উন্মুক্ত মাঠ হওয়ায় এখানকার চরাঞ্চলে প্রায় সময় বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজও তারা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ইতোমধ্যে পশু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়ে দাপ্তরিক তথ্য পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করব।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.