ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন নবজাতকটির বাবা শরিফুল ইসলাম।
তিনি জানান, সোমবার (৩ জুন) রাতে তার স্ত্রী সুখী আক্তারকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন তিনি। পরে আজ সকাল ১০টার দিকে তার স্ত্রী দুটি জমজ কন্যা সন্তানের জন্ম দেন। বড় মেয়ের জ্বর আসায় তিনি ওষুধ কিনতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পাশে থাকা এক নারী বলেন বাচ্চাটিকে দিয়ে আপনি ওষুধ কিনতে যান। পরে তিনি ফিরে এসে দেখেন সেই নারী নেই। পরে বিষয়টি আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। এখনও সেই নবজাতককে ফিরে পাননি তিনি। তিনি বলেন, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, আমি গরিব মানুষ। লেবারের কাজ করি। আমার বাচ্চাকে আমি ফিরে পেতে চাই। জানা গেছে বিষয়টি জানার পর তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও কাজ করছে শাহবাগ থানা পুলিশ।
হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজান জানান, পুলিশ এসেছিল। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেই সূত্র ধরে যাচাইবাছাই চলছে। নবজাতকটিকে উদ্ধারে তদন্ত শুরু করেছেন তারা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা কাজ করছেন।